Systematic Investigation of Roll (SIR) নিয়ে বিতর্কের মধ্যেই বাংলার ২৪ জেলায় ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কুলপি বাদে ২৯৩ টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও ৫ শতাংশ জেলা বাকি। নাম যাচাই করতে ঢুকতে হবে-
https://ceowestbengal.nic.in/roll_dist
ভোটার লিস্টের নিবিড় সংশোধনের প্রস্তুতি জানতে চেয়ে আগেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পাঠিয়েছিল কমিশন। বৃহস্পতিবার, তালিকা প্রকাশ করে কমিশনকে সিইও দফতর জানিয়েছে, বাংলা এসআইআর-এর জন্য প্রস্তুত। দেশে প্রথম SIR চালু হয়েছে বিহারে। পরে কমিশনের পক্ষে থেকে জানানো হয়, দেশের বাকি রাজ্যেও এই প্রক্রিয়া চালু হবে। বিহারে খসড়া তালিকায় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। ২০০২-২০০৪ সালের মধ্যে শেষবার বাংলায় এই সমীক্ষা হয়।
সূত্রের খবর, ২০০২ সালকে ‘বেস ইয়ার’ ধরেই ভোটার তালিকা সংশোধন করতে চায় কমিশন। ভুয়ো কিংবা মৃত ভোটার বা যাঁরা বাসস্থান পরিবর্তন করেছেন, তাঁদের চিহ্নিত করাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য বলে সূত্রের খবর। যদি কোনও বিধানসভা কেন্দ্রের তালিকা পাওয়া না যায়, তাহলে ২০০৩ সালের খসড়া তালিকাই সেই কেন্দ্রে সমীক্ষার ভিত্তি হিসেবে ধরা হবে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–