১১৩ বছর আগের ১০ টাকার নোটেও ছিল বাংলা লেখা: প্রমাণ দিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী

0
2

বাংলা বলে নাকি কোনও ভাষা নেই। এগিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য অজ্ঞতার মুখে বিরাশি সিক্কা থাপ্পড়। ১৯১২ সালে, অর্থাৎ আজ থেকে একশো তেরো বছর আগে, ব্রিটিশ ভারতে ছাপা দশ টাকার কারেন্সি নোটে ছিল বাংলা ভাষা। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের মঞ্চ থেকে প্রমাণ-সহ জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ (Delhi Police) বলছে বাংলাভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। তার থেকে এক কদম এগিয়ে বিজেপির (BJP) আইটি সেলের প্রধান অমিত মালব্য উক্তি করেন, বাংলা বলে না কি কোনও ভাষাই নেই। এদিন মঞ্চ থেকে তার মোক্ষম জবাব দেন মমতা (Mamata Banerjee)। মঞ্চে সাংবাদিকদের ডেকে দেখান একটি দশ টাকার নোটের ছবি। সেই নোটে স্পষ্ট বাংলায় ছাপা ‘দশ টাকা’। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, হিন্দি না কি জাতীয় ভাষা? হিন্দি নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু ১৯১২ সালে, অর্থাৎ আজ থেকে একশো তেরো বছর আগে, ব্রিটিশ ভারতে ছাপা দশ টাকার কারেন্সি নোটে আজকের মতো সেদিনও বাংলা ভাষায় “দশ টাকা” কিন্তু লেখা আছে।

বিজেপিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, বিজেপি (BJP) ভোটে নেই। কোর্টে আছে। এর পরেই মঞ্চ থেকে বাংলা ভাষার প্রাচীনত্বের প্রমাণ দেন মুখ্যমন্ত্রী।
আরও খবরমার্কিন শুল্ক নিয়ে অভিষেকের তোপ: যাঁরা ট্রাম্পের পাশে ছবি তুলেছে, তাঁরা জবাব দিক