আমাদের পাড়া আমাদের সমাধান: দু-তিন মাসেই মিলবে সমাধান, আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
2

বাংলার পাড়ায় পাড়ায় ছোট ছোট সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ জোরকদমে এগোচ্ছে। বুধবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী জানালেন, “আপনারা যে সমস্যার কথা এই ক্যাম্পে জানাবেন, আমরা চেষ্টা করব দু’ থেকে তিন মাসের মধ্যেই সেই সমস্যাগুলির সমাধান করতে।”

রাজ্যজুড়ে প্রতিটি বুথে এই কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। নতুন করে বরাদ্দ হয়েছে প্রায় আট হাজার কোটি টাকা। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে একদিন করে এই বিশেষ ক্যাম্প হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বুধবার পর্যন্ত ২,৫৫৫টি ক্যাম্প হয়ে গিয়েছে, যেখানে অংশগ্রহণ করেছেন প্রায় ১২ লক্ষ মানুষ। শুধুমাত্র ঝাড়গ্রাম জেলাতেই হয়েছে ৩৮টি ক্যাম্প, যেখানে হাজির ছিলেন ১৪ হাজারেরও বেশি মানুষ।

মেদিনীপুরের একটি ক্যাম্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ঢুকতেই পারিনি, এত ভিড় ছিল। বাইরে থেকেই দেখতে হয়েছে। আমি ঢুকলে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা ছিল।” এই কর্মসূচিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্যাম্পের দিন নির্ধারিত হওয়ার অন্তত দু’দিন আগে থেকে মাইকিং করে প্রচার চালানোর নির্দেশও দিয়েছেন তিনি।

আগামী দুই মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই ক্যাম্প। প্রতিটি ক্যাম্পে স্থানীয় মানুষের উপস্থিতি এবং তাঁদের সমস্যার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “মানুষ যাতে সরাসরি কথা বলতে পারেন, তাঁদের সমস্যার সমাধানে সরকার পাশে থাকে— সেটাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”

আরও পড়ুন- SIR বিতর্কের মধ্যেই বাংলায় প্রকাশ খসড়া ভোটার তালিকা, কীভাবে দেখবেন নাম

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_