SIR নিয়ে গোপন করার কিছু না থাকলে সংসদে আলোচনা নয় কেন? লোকসভায় দলের নেতার হওয়ার পরে প্রথমবার স্পিকারের সঙ্গে দেখা করে এই প্রশ্ন তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, সংসদে পৌঁছলে চিফ হুইপ ডাঃকাকলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায় অভিনন্দন জানান লোকসভার নতুন দলনেতাকে। দলের বাকি সাংসদরাও অভিনন্দন জানান।
লোকসভার দলনেতা হিসেবে প্রথম দিন সংসদে পৌঁছেই সটান স্পিকারের কাছে গিয়ে অভিষেক জানতে চান SIR নিয়ে কেন বিরোধীদের তিনি বলতে দিচ্ছেন না! তার আগে অবশ্যই লোকসভার দলনেতা হিসেবে স্পিকারের সঙ্গে সৌজন্য বিনিময় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরই অভিষেক বিনীতভাবে স্পিকারকে বলেন, বিহারে যেভাবে ৬০ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে, বাংলায় যদি একজনও ন্যায্য ভোটারের নাম বাদ যায়, তবে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ঢেউ বাংলা থেকে দিল্লিতে এসে পৌঁছবে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, আমরা চাই সংসদের কাজকর্ম শান্তিপূর্ণভাবে চলুক। কিন্তু একইসঙ্গে আমরা মনে করি, SIR-এর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। সেই উদ্দেশ্যেই আমাদের সাংসদরা একাধিকবার স্থগিত রাখার প্রস্তাব জমা দিয়েছেন। বিজেপি সরকারের যদি কিছু গোপন করার না থাকে, তাহলে তারা প্রশ্নের মুখোমুখি হতে এত ভয় পাচ্ছে কেন?- প্রশ্ন তোলেন অভিষেক।
এদিন অভিষেক সংসদে পৌঁছলে চিফ হুইপ ডাঃকাকলি ঘোষ দস্তিদার ও ডেপুটি লিডার শতাব্দী রায় অভিনন্দন জানান। দলের বাকি সাংসদরাও অভিনন্দন জানিয়েছেন লোকসভার নতুন দলনেতাকে। দলীয় সাংসদদের সঙ্গে প্রথম বৈঠকে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, বাংলা ভাষা ও বাঙালি-বিদ্বেষ এবং এসআইআর নিয়ে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ-বিক্ষোভ আরও তীব্র করতে হবে এবং নিজেদের মধ্যে সমন্বয় করে বাইরে শাসকদলের উপর চাপ সৃষ্টি করতে হবে।
–
–
–
–
–
–
–
–
–
–