রাজ্যের নেতৃত্ব পদে রদবদল নিয়ে বিস্তর জলঘোলা করে শেষ পর্যন্ত অমিত শাহর দরবারে হাজির হতে হয়েছে রাজ্য বিজেপির নেতাদের। পুরোনো, নতুন সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্য সভাপতির পদে আসার পরেও দ্বন্দ্ব থামাতে ব্যর্থ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দিল্লি গিয়ে শুধুই অভিযোগ জানাতে পেরেছিলেন। অবশেষে সমঝোতার পরে বাকি থাকা চার জেলার জেলা সভাপতির (district president) নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। গুরুত্ব পেল স্থানীয় নেতৃত্বের দাবি।
বুধবার দার্জিলিং, ব্যারাকপুর, বনগাঁ ও ঘাটাল বিজেপির সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দার্জিলিং (Darjeeling) জেলার সভাপতি হলেন সঞ্জীব তামাং, ব্যারাকপুর (Barrackpur) জেলার তাপস ঘোষ, বনগাঁ (Bangain) জেলার সভাপতি বিকাশ ঘোষ ও ঘাটাল (Ghatal) জেলার জেলা সভাপতি পদে বহাল থাকলেন তন্ময় দাস।
অমিত শাহর সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপি নেতাদের তালিকা তুলে দিয়ে এসেছিলেন শমীক ভট্টাচার্য। প্রাধান্য পেয়েছিল আরএসএস-এর মতাদর্শ। সর্বশেষ প্রকাশিত তালিকায় দার্জিলিং, বনগাঁ ও নন্দীগ্রাম বিধায়কের মতকে প্রাধান্য দিয়ে প্রকাশিত হল জেলা সভাপতিদের (district president) নাম। আগেই রাজ্যের ৩৯টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছিল। বাকি চার জেলার সভাপতিদের নাম ঘোষণা করে আপাতত দায় উদ্ধার করলেন শমীক।
–
–
–
–
–
–
–
–
–
–
–