এগিয়ে থাকলেও নামধারীকে সমীহ অস্কারের

0
2

ধারেভারে এগিয়ে থাকলেও নামধারী এফসিকে সমীহই করছে ইস্টবেঙ্গল। বুধবার ডুরান্ড কাপের ম্যাচে নামধারীর বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচে সৌভিক চক্রবর্তী(Souvik Chakrabarti) ফিরলেও, খেলার সম্ভাবনা নেই পিভি বিষ্ণুর (PV Bishnu)। তাঁর চোট নিয়ে এখনই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। তবে স্বস্তির খবর হচ্ছে এই ম্যাচে দলের প্রতিটি বিদেশিকেই পাচ্ছে ইস্টবেঙ্গল।

গত ম্যাচে নতুন বিদেশিদের মধ্যে রশিদ খেলেছিলেন। নজরও কেড়েছিলেন তিনি।নামধারীর বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক হতে দেখা যেতে পারে মিগুয়েল, কেভিনদের। তবে সকলেই তাকিয়ে রয়েছেন হামিদ আহদাদের দিকেই। প্রস্তুতিতে আগেই নজর কেড়েছিলেন তিনি। এবার সেই হামেদকেই দেখা যাবে নামধারীর বিরুদ্ধে।

নামধারী আইলিগের ক্লাব হলেও তাদের যথেষ্ট সমীহ করছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। প্রতিপক্ষ শিবিরেও রয়েছেন বিদেশি ফুটবলাররা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।