ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুঃসাহসিক লড়াই। শেষদিন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার কঠিন চ্যালেঞ্জের সামনে ব্রিটিশ বাহিনীর অসহায় আত্মসমর্পন ছাড়া কোনও উপায়ই ছিল না। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, বেন স্টোকসসদের (Ben Stokes) ঘরের মাঠে তাদের হারিয়ে সিরিজ ড্র করেছে ভারতীয় দল। ওভালে জয়ের পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের।
সেই উচ্ছ্বাসে গা ভাসিয়েছেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এই সিরিজটাই অধিনায়ক হওয়ার পর প্রথম পরীক্ষা ছিল শুভমন গিলের (Shubman Gill) সামনে। সেখানেই ফুল মার্কস পেয়ে পাশ করেছেন গিল। গোটা সিরিজে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। অধিনায়ক থেকে ব্যাটার হিসাবে বহু রেকর্ডের মালিক শুভমন গিল।
ম্যাচ জয়ের পর উচ্ছ্বাসে ভাসছেন তিনি। একইসঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহলও। ম্যাচ শেষেই সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক শুভমন গিলও। তিনি জানিয়েছেন, “আমি সিরিজের শুরু থেকেই বলেছিলাম যে আমরা একমাত্র সিরাজ ভাইয়ের ওপরই সবচেয়ে বেশি ভরসা করি”।
শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) তরফ থেকেও। সিরাজ (Mohammed Siraj) তাঁর বরাবরাই খুব প্রিয়। ভারতীয় দলকে শুভেচ্ছা তো পাঠিয়েছেনই, বিশেষ কৃতিত্ব দিলেন সিরাজকে। বিরাট কোহলি লিখেছেন, “একটা অসাধারণ জয় ভারতের। বিশেষ করে সিরাজ এবং কৃষ্ণা যে মানসিক দৃড়তা দেখিয়েছেন, সেটাই আমাদের এই জয়ের কাছে পৌঁছে দিয়েছে। তবে আমার কাছে বিশেষ সিরাজ। কারণ সে দলের জন্য নিজের সবটা উজার করে দেয়”।
Great win by team india. Resilience and determination from Siraj and Prasidh has given us this phenomenal victory. Special mention to Siraj who will put everything on the line for the team. Extremely happy for him ❤️@mdsirajofficial @prasidh43
— Virat Kohli (@imVkohli) August 4, 2025
বর্তমান প্রজন্মের পাশাপাশি প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও উচ্ছ্বসিত। ভারতীয় দলের এক সময়ের সেরা টেস্ট তারকা ভিভিএস লক্ষ্মণের মতে, “কী অসাধারণ একটা সিরিজ হল। ভারতীয় দল এই গোটা সিরিজে সম্পূর্ণ শাসন করার পাশাপাশি তাদের বহু মনে রাখার মতো মুহূর্ত রয়েছে। এভাবেই এগিয়ে চলুক এই তরুণ ক্রিকেটাররা”।
What a series, Team India! 🇮🇳🔥
Pure dominance, thrilling cricket, and unforgettable moments!
Keep shining, boys! 💙🏏 @BCCI #ENGvIND pic.twitter.com/9lRwDWzSGo— VVS Laxman (@VVSLaxman281) August 4, 2025
গিলের পাশাপাশি সিরাজকে নিয়ে উচ্ছ্বসিত ওয়াসিম জাফরও। তাঁর মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। তিনি জানিয়েছেন, “আমার মতে এই সিরিজের সেরা ক্রিকেটার মহম্মদ সিরাজ। কারণ একমাত্র ভারতীয় পেসার যে পাঁচটি ম্যাচেই খেলে গিয়েছেন এবং প্রতি ম্যাচেই নিজের সম্পূর্ণটা উজার করে দিয়েছেন”।
Last man standing. Siraj for me is the real man of the series. The only fast bowler to play all five test with the same intensity in majority batting friendly conditions where all the tests went the distance. Take a bow @mdsirajofficial 🙌🏻 #ENGvIND pic.twitter.com/gIUOkr6FLa
— Wasim Jaffer (@WasimJaffer14) August 4, 2025
Remarkable win. Outstanding effort from the boys for the fight shown and a great test series beautifully fought and truly shows Test Cricket is Best cricket. pic.twitter.com/NZ0BskkdFx
— Virrender Sehwag (@virendersehwag) August 4, 2025
শুধুমাত্র ভারতীয় তারকারাই নন। ভারতীয় দলের এই সাফল্যের জন্য সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনও। তাঁর মতে, “দুই দল থেকে কাউকে যদি আমায় বাছতে হয় সেটা হবেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে তাঁর যা অবদান তা এক কথায় অনস্বীকার্য”।
Amazing talent on both teams but if I had to choose one player from either team it would be @mdsirajofficial .. His efforts throughout the series have been incredible .. #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 4, 2025
–
–
–
–
–
–
–
–