সিরিজ ড্রয়ে তিন ক্রিকেটারকে কৃতিত্ব সৌরভের

0
2

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে শেষ দিন রুদ্ধশ্বাস লড়াই। কার্যত এদিন একাই ভারতীয় দলকে জয়ের স্বাদটা এনে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ওভাল টেস্ট জয়ের পরই সিরিজ ২-২ ড্র করল ভারত। স্বস্তি ভারতীয় শিবিরের অন্দরেও। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা সকলেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেখানে সকলের মুখে সিরাজের নাম থাকলেও, ভারতের এই সাফল্যের পিছনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তালিকায় কিন্তু নেই মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। টুইট করে গোটা দলের লড়াইকে অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly)। তবে বিশেষ কৃতিত্ব দিয়েছেন তিনজনকেই।

শেষ দিন মহম্মদ সিরাজ একাই তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ তিন উইকেট। তাঁর তিন উইকেট তোলাতেই দীর্ঘ প্রতিপক্ষিক জয় পেয়েছে ভারত। ওভালে নতুন ইতিহাস তৈরি করেছে টিম ইন্ডিয়া। গিলের দল লড়াইয়ের নতুন সংজ্ঞা দিয়েছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে এই সিরিজ জয়ের পিছনে ভারতের প্রধান তিন কারিগড় হলেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং ঋষভ পন্থ।

সোশ্যাল মিডিয়াতে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, “রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং ঋষভ পন্থদের থেকে একটা অনবদ্য সিরিজ পেলাম। এই তরুণ দলের ধারাবাহিকতাও অসাধারণ”।

এই সিরিজে প্রতিটি ম্যাচেই কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে বাঁচিয়েছেন রবীন্দ্র জাদেজা। ঋষভ পন্থের জোড়া সেঞ্চুরির পাশাপাশি, চতুর্থ ম্যাচে ভাঙা পা নিয়েও মাঠে নামা। ওয়াশিংটন সুন্দর ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। সৌরভের মুখেও তাই এই তিনজনেরই নাম।