মূর্খ, ওটা বাংলা ভাষা: দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সৃজিত

0
2

একটা সাধারণ শব্দ। সেটা বলতেও দিল্লি পুলিশের এত ঘৃণা। একটি দেশের জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা, সেই ভাষার নাম কীভাবে ভুল লেখে সরকারি কাগজে দেশের রাজধানীর পুলিশ। একমাত্র মূর্খ হলেই হয়তো সেটা সম্ভব। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা ‘আখ্যা’য় এভাবেই দিল্লি পুলিশকে (Delhi police) ভর্ৎসনা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)।

বাংলাদেশি ভাষা বলে বাংলা ভাষার অপমানে সরব সর্বস্তরের বাঙালি। সেই ভাষায় বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলার সংস্কৃতি জগতের মানুষেরাও প্রতিবাদে পিছিয়ে নেই। যেভাবে সমাজের বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দিল্লি থেকে বাঙালির অপমানের কারিগরদের জন্য সৃজিতের বার্তা, মূর্খ, ওটা বাংলাদেশি ভাষা (Bangladeshi language) নয়।

আরও পড়ুন: ‘অশিক্ষিত’ দিল্লি পুলিশের উপর ভর করে বৈতরণী পারের চেষ্টা! ময়দানে বামেরা

প্রতিবাদ থেকে সমালোচনা, বরাবর স্পষ্টবাদী সৃজিত। এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। দিল্লির নিন্দুকদের তিনি মনে করিয়ে দিলেন, ওটা বাংলা অথবা বাঙালি, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত প্রাথমিকভাবে রচিত এবং ভারতের ২২টি সরকারিভাবে স্বীকৃত ভাষার মধ্যে একটি।