বিচ্ছেদের পর মর্ম বুঝলেন! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সাইনার

0
1

ঘর ভাঙার খবর প্রকাশ্যে আসার পরে গোপণীয়তার পথই নিয়েছিলেন দেশের দুই ব্যাডমিন্টন তারকা। অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপের (Parupalli Kashyap) বিচ্ছেদকে সেলিব্রিটিদের মধ্যে অন্যতম সম্মানজনক বিচ্ছেদ বলেও তুলে ধরা হয়েছিল। তবে বিচ্ছেদেই দাম্পত্যের মর্ম বুঝেছেন ব্যাডমিন্টন (badminton) তারকা। এবার ফের পি কাশ্যপের সঙ্গেই ছবি দিয়ে নিজেদের সম্পর্ককে নতুন সুযোগ দেওয়ার বার্তা দিলেন।

জুলাই মাসে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন সাইনা নিজেই। যদিও কাশ্যপের তরফ থেকে সেরকম বার্তা আসেনি। এরপর লাগাতার দেশে বিদেশে বেড়াতে যাওয়ার ছবিতে ভরেছিল তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়ের সোশ্যাল মিডিয়া পেজ।

আরও পড়ুন: ‘মিসেস চ্যাটার্জি’ অবতারে জাতীয় পুরস্কার পেতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে মুখোপাধ্যায় বাড়ির কন্যা

এবার সোশ্যাল মিডিয়ায় কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করলেন সাইনা নেহওয়াল (Saina Nehwal)। সেই সঙ্গে লিখলেন, অনেক সময় দূরত্ব আপনাকে উপস্থিতির মূল্য বোঝায়। এই তো আমরা – আবার চেষ্টা করে দেখছি। সেখানেই স্পষ্ট যে সাইনা ও কাশ্যপ দুজনেই আবার নিজেদের সম্পর্ককে সুযোগ দিচ্ছেন, ফিরে যাওয়ার জন্য।