অবজ্ঞা ও মূর্খামির চূড়ান্ত: বাংলা ভাষার উপর আক্রমণে সরব রূপম, সুরজিৎ

0
2

বিজেপির বাংলা বিরোধী মনোভাবে একের পর এক রাজ্যে হেনস্থার মুখে বাংলার মানুষ। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাভাষী দেখলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে বাংলার মানুষকে। বাঙালির অস্তিত্ব, গরিমাকেই মিটিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। রাজনৈতিকভাবে এর প্রতিবাদ শুরু হয়েছে এই রাজ্যে। তাতেও একটুকু অপমানিত নয় মোদি-শাহের সরকার। তাদের স্বৈরাচারকে এবার বিজেপির মূর্খামি বলে সরব সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ – শব্দের ব্যবহারের প্রতিবাদ বাংলার শিল্পী মহল থেকে।

দিল্লি পুলিশের চিঠিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলাম (Rupam Islam) প্রশ্ন তোলেন, এটা কী? বাংলা কী ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি নয়? একে কেন বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হবে? এটা অজ্ঞতা ও মূর্খামির চূড়ান্ত।

আরও পড়ুন: মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী: বাংলা ভাষার অপমানে সরব মুখ্যমন্ত্রী

শুধুমাত্র রূপমই নয়, দিল্লি পুলিশের এই উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থায় সরব সঙ্গীতশিল্পী সুরজিৎও (Surajit Chatterjee)। দায়িত্বশীলদের দায়িত্ববোধ নিয়ে খোঁচা দিয়ে তিনি লেখেন, বাংলাভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ… দায়িত্বশীলদের থেকে একদম যে ধরনের অবজ্ঞা আমি প্রত্যাশা করি… একদমই আশ্চর্য হইনি।

;