পুলিশের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

0
2

কলকাতা লিগে (CFL) দুরন্ত গতিতে এগোলেও সেই পুলিশ এসির (Police AC) কাছেই আটকে গেল ইস্টবেঙ্গল (Eastbengal)। আর তাতেই শেষ ইস্টবেঙ্গলের শীর্ষস্থানে ওঠার আশা। পুলিশ এসির কাছে ০-২ গোলে হারল ইস্টবেঙ্গল (Eastbengal)। ডার্বি এবং বেহালা এসএসকে হারানোর পর এই ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। লাল-হলুদ জার্সিকে নিয়ে প্রত্যাশার পারদ চড়লেও রবিবাসরীয় বিকেলে আশাহতই করলেন বিনো জর্জের ছেলেরা। শীর্ষে ওঠার হাতছানি ছিল ইস্টবেঙ্গলের সামনে।

এবারের কলকাতা লিগে দুরন্ত ফর্মে ছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। মরসুমের প্রথম ডার্বি জিতেছে তারা। এরপরই বেহালা এসএসের বিরুদ্ধে ছয় গোলে ম্যাচ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। সেই থেকেই ইস্টবেঙ্গলকে নিয়ে চড়তে শুরু করেছিল উত্তেজনার পারদ। ধারেভারে এই ম্যাচে পুলিশ এসির বিরুদ্ধে এগিয়ে থেকেই নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও এই পুলিশ এসিই চলতি বছরে আবার মোহনবাগানকে হারিয়েছিল। এবার ইস্টবেঙ্গলকেও রুখে দিল তারা।

এদিন ম্যাচের ১১ মিনিটে পুলিশ এসিকে পেনাল্টি থেকে এগিয়ে দেন মহম্মদ আমিল। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি পুলিশ এসি। বিরতির পরও তাদের আক্রমণ ছিল অব্যহত। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিট সেই সময় ইস্টবেঙ্গলের জালে ফের বল জড়িয়ে দেন মৃণ্ময় মহাপাত্র।