চড়ছে উন্মাদনার পারদ, একমঞ্চে একসঙ্গে ধরা দেবেন তো দেব-শুভশ্রী!

0
3

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment Industry) উত্তম-সুচিত্রা, সৌমিত্র-অপর্ণা, প্রসেনজিৎ- ঋতুপর্ণা, জিৎ-কোয়েলের পর যে জুটি অনুরাগীদের উন্মাদনা আর পাগলামির কেন্দ্রবিন্দুতে ছিল, আজ তাঁরা একে অন্যের থেকে অনেকটা দূরে। ফ্যানেরা বারবার চেয়েছিলেন আরও একবার তাঁরা একসঙ্গে ধরা দিক, চেনা খুনসুটি -দুষ্টুমি চোখের কোণে ঝিলিক দিয়ে উঠুক – হয়তো অলক্ষ্যে হেসেছিলেন বিনোদন দেবতা। তাই ‘ধূমকেতু’র (Dhumketu ) মতো এক মঞ্চে আগমন ঘটতে চলেছে বাংলা ছবির দুই সুপারস্টার দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Shubhashree Gangopadhyay) । প্রায় ৯ বছর আগে করা শেষ সিনেমা মুক্তির আগে দূরত্ব কাটিয়ে দুই প্রাক্তন একসঙ্গে নিজেদের ছবির ট্রেলার লঞ্চে হাজির থাকতে চলেছেন কলকাতার নজরুল মঞ্চে। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহ কানায় কানায় পূর্ণ হবার ইঙ্গিত মিলেছে। আর যেন অপেক্ষা করতে পারছেন না অনুরাগীরা, কাঙ্খিত মুহূর্ত ধরা দেবে আগামী ৪ আগস্ট (সোমবার), ঠিক দুপুর দুটোয়!

সত্যিই কি দেব-শুভশ্রী নিজেদের দূরত্ব ভুলে সিনেমার স্বার্থে এক হয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) ছবি ‘ধুমকেতু’র প্রমোশন করবেন? সিনেমা মুক্তির ঘোষণার পর থেকে এ প্রশ্নটাই বারবার ঘোরাফেরা করেছে বাংলার কমার্শিয়াল বিনোদনপ্রেমী মানুষের মনে। যাঁরা একসময় একে অন্যকে ছাড়া ‘পরান যায় জ্বলিয়া রে’ বলে সকলের মন জয় করেছিলেন, আজ তাঁদের মুখোমুখি হওয়াটাই যেন এক বড় ‘চ্যালেঞ্জ’। অভিনেতা দেব (Dev) নিজের নায়কের তকমাকে অনেকদিন আগেই নতুন নামে সকলের সামনে তুলে ধরেছেন। ‘খাদান ‘ অভিনেতা অনায়াসে হয়ে উঠেছেন ছোট বড় সকলের প্রিয় ‘টনিক’ বা বহু প্রতীক্ষিত ‘রঘু ডাকাত’। রাজপত্নী শুভশ্রী কখনও ‘ইন্দুবালা’ আবার কখনও তিতলি রূপে ‘গৃহপ্রবেশ’ করে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী করেছেন। কিন্তু জুটি হিসেবে দুজনকে হাসিমুখে মান -অভিমানে ‘গানে গানে’ ধরা দিতে দেখা গেছে ‘ধূমকেতু’ সিনেমায়। টিজার – গান প্রকাশ্যে আসতেই দর্শকের বাড়তে থাকা কৌতুহল দেব- শুভশ্রী একসঙ্গে অফস্ক্রিনে ধরা দেবেন তো?

প্রমোশনের শুরুটা দুজনে আলাদা আলাদা করলেও এবার বাংলা সিনেমার জগতের গ্র্যান্ড শো অনুষ্ঠিত হতে চলেছে আগামী সোমবার নজরুল মঞ্চে। এই অনুষ্ঠানের প্রবেশের ছাড়পত্র কোথা থেকে পাওয়া যাবে তা ঘোষণা হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট ‘সোল্ড আউট’। এটাই দেব-শুভশ্রী ক্রেজ যা কিনা আগামী ১৪ অগাস্ট সিনেমা হলে দেখা দেওয়ার আগে তার পুরনো ম্যাজিক তুলে ধরতে চলেছেন আর মাত্র চব্বিশ ঘণ্টা পরে। ৪৪৪৪ দিনের অপেক্ষার অবসানের কাউন্টডাউন শুরু…..