লাগাতার বাংলার মানুষদের হেনস্থা। বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়ার পিছনে যে আদতে বিজেপির উদ্দেশ্য ছিল বাংলার অস্তিত্বকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়া, প্রমাণ হল দিল্লি পুলিশের (Delhi Police) সরকারি চিঠিতে। এভাবে বাংলা ভাষার অস্তিত্বকে মুছে ফেলার বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে সরব তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকের সাসপেনশন দাবি করলেন তিনি। অন্যদিকে দিল্লি পুলিশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নিঃশর্ত ক্ষমা দাবি করলেন অভিষেক।
বিজেপির সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার মুখোশ খুলে অভিষেক দাবি করেন, কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষকে নির্দিষ্ট করে, হেনস্থা করে এবং আটক করা হয়েছে। এবার জঘন্যভাবে সেই আক্রমণকে বাড়িয়ে দিল্লি পুলিশ সরকারিভাবে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ (Bangladeshi language) বলে সরকারি চিঠিতে তুলে ধরেছে। এটা কোনও সামান্য কেরানির কাজ নয়, বরং বিজেপির পরিকল্পিত চেষ্টা বাংলার মর্যাদাহানি, আমাদের সাংস্কৃতিক পরিচয়কে নিচু দেখানোর এবং সংকীর্ণ রাজনৈতিক প্রোপাগান্ডায় বাংলাকে বাংলাদেশের সঙ্গে এক করে দেখানোর।
সেই সঙ্গে সংবিধানের উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তুলে ধরেন, সংবিধানের ৩৪৩ ধারার ও অষ্টম তপশিলের সরাসরি অবমাননা হয়েছে এখানে। ‘বাংলাদেশি’ (Bangladeshi language) বলে কোনও ভাষা নেই। বাংলাকে একটি বিদেশি ভাষা বলা শুধুমাত্র অপমান নয়, আমাদের পরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের উপর আক্রমণ। বাঙালিরা নিজেদের মাতৃভূমিতে বহিরাগত নয়।
বিজেপির এই নির্লজ্জ আক্রমণে তাদের মুখোশ খুলে দিয়ে শাস্তি ও ক্ষমা দাবি করেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট বলেন, এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী ও জমিদার বলি। এরা ভারতের বৈচিত্রকে সম্মান করে না। এরা বিচ্ছিন্নতাকে প্রতিষ্ঠা করতে চায়। আমরা তদন্তকারী আধিকারিক অমিত দত্তের অবিলম্বে সাসপেনশন দাবি করি সেই সঙ্গে বিজেপি, দিল্লি পুলিশ ও অমিত শাহর নেতৃত্বে নিয়ম মাফিক প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা দাবি করছি।
আরও পড়ুন: ‘বাংলাদেশি ভাষা’! রবীন্দ্র-নজরুলের ভাষাকে অপমানে বিজেপির নতুন পন্থা
সেই সঙ্গে অভিষেক মনে করিয়ে দেন, বাংলা ও বাঙালিরা ভারতীয়। বাংলা ভাষা আমাদের গর্ব। আমরা আমাদের পরিচয়কে পদদলিত হতে দেব না।
For months now, Bengali-speaking people have been targeted, harassed and detained across BJP-ruled states. Now, in a shocking escalation, @DelhiPolice has officially referred to Bangla, as a “Bangladeshi language” in an official letter.
This is not a mere clerical error, It is… pic.twitter.com/I87DsH6v52
— Abhishek Banerjee (@abhishekaitc) August 3, 2025
–
–
–
–
–
–
–