বিজেপি-রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার: রাজপথে গর্জে উঠলন তৃণমূলের মহিলারা

0
1

বাংলায় আওয়াজ এত জোরে হবে যা দিল্লিতেও শুনতে পাওয়া যাবে। অত্যাচারের জবাব হবে প্রতিবাদে। ডবল ইঞ্জিন রাজ্যে বেছে বেছে বাঙালি হেনস্থায় গোটা রাজ্যকে সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সর্বস্তর থেকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন তিনি। শনিবার সেই ভাষা আন্দোলনে শহরের রাজপথে গর্জে উঠলেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা।

বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারে প্রতি শনি ও রবিবার ধর্নার কর্মসূচি তৃণমূলের বিভিন্ন শাখার। প্রথমদিন ধর্নায় তৃণমূল মহিলা কংগ্রেস। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর ও বরো চেয়ারপার্সন জুঁই বিশ্বাস, রত্না চট্টোপাধ্যায়, মহিলা তৃণমূল সভানেত্রী প্রিয়দর্শিনী হাকিম-সহ মহিলা তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন: ৩ লাখ টাকার সুপারি! তৃণমূল নেতা খুনের হাড়হিম ফুটেজ প্রকাশ্যে 

প্রথমদিনের ধর্না কর্মসূচিতেই দলের মহিলা কর্মী-সমর্থকদের জোয়ার নামে। কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলাগুলি থেকেও বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে শামিল হন। নেত্রীর কথামতোই এখন থেকে প্রতি শনি-রবিবার গান্ধীমূর্তির পাদদেশে চলবে তৃণমূলের ধর্না কর্মসূচি। সপ্তাহান্তে ধরনায় নেতৃত্ব দেবে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন।