জিম করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত, প্রাণ হারালেন প্রিয়জিৎ

0
2

রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলার স্বপ্ন অধরাই রেখে চলে গেলেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ (Priyajit Ghosh)। জিম করতে গিয়ে হঠাত্ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই তরুণ ক্রিকেটারের। তাঁর অকাল প্রয়ানে কলকাতা ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। সিএবির হয়ে আন্তঃজেলা প্রতিযোগিতাতে খেলেই সকলের নজর কেড়েছিল এই তরুণ ক্রিকেটার। কিন্তু জিম করতে গিয়েই সব শেষ। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বোলপুরে তাঁর বাড়ির এলাকাতেও।

জানা গিয়েছে এই তরুণ ক্রিকেটারের বোলপুর এলাকায়। শুক্রবার সকালে বোলপুরের মিশন কম্পাউন্ডের একটি জিমে গিয়েছিলেন তিনি। সেখানেই শরীরচর্চার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয় প্রিয়জিৎ (Priyajit Ghosh)। আর তাতেই সমস্ত শেষ। বাংলার ক্রীড়া আকাশ থেকে ঝড়ে পড়ল এক উদীয়মান ক্রিকেটার। রঞ্জি ট্রফি খেলার স্বপ্ন অধরাই রয়ে গেল এই তরুণ ক্রিকেটারের।

২০১৮-১৯ মরসুমে সিএবির আয়োজিত আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতাতেই সকলের নজর কেড়েছিলেন প্রিয়জিৎ ঘোষ। সেই প্রতিযোগিতা সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। তাঁকে নিয়ে সকলের প্রত্যাশাও ছিল প্রচুর। কিন্তু একটি লহমাতেই সব শেষ।

সম্প্রতি এমন ঘটনার বারবার সকলের সামনে আসছে। এমন বহু ঘটনাই দেখা যাচ্ছে যে শরীরচর্চার সময় অসুস্থ হয়ে পড়ে প্রাণ যাচ্ছে অনেকের। এখানেই প্রশ্ন উঠছে শরীর চর্চাই কি কাল হয়ে দাঁড়াচ্ছে!