অপারেশন সিন্দুরের পর থেকে জম্মু-কাশ্মীরে একের পর এক অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা (Indian army)। ‘অপারেশন মহাদেবে’র পর এবার কুলগামে ‘অপারেশন অখল’ (Operation Akhal) চলাকালীন শনিবার সকালে এক জঙ্গি নিকেষের খবর মিলেছে।
গোয়েন্দা সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে শুক্রবার থেকে কুলগাম এলাকায় শুরু হয় অপারেশন অখল (OP Akhal) । সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দু পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এখনও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে সেনা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–