ইস্টবেঙ্গল সুযোগ দিলে সুদ সমেত ফিরিয়ে দেব: সঞ্জয়

0
2

ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে সেভাবে তাঁর কোনো সম্পর্ক নেই। লাল – হলুদ জার্সিতে কখনও তিনি খেলেননি। কোচিং করাননি। কিন্তু সেই সঞ্জয় সেনকেই (Sanjoy Sen) এবার পিকে ব্যানার্জি মেমোরিয়াল পুরস্কার (PK Banerjee Memorial Award) তুলে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফে। আপ্লুত সঞ্জয়, আবেগ ঝরে পড়ল তাঁর গলা দিয়ে।

মঞ্চ থেকে সঞ্জয় সেন বলেন, এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। অবস্থা ইস্টবেঙ্গলের ফিরবে। এই মেঘ কাটবেই। যে ক্লাবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তারা আমায় ও সম্মান দিলো। যদি কখনো ইস্ট বেঙ্গল আমায় সুযোগ দেয়, আমি সুদে আসলে ফিরিয়ে দেব।

মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলকে হারিয়েছেন। সদ্যই বাংলাকে সন্তোষ ট্রফি দিয়েছেন। তাঁকেই পুরস্কার তুলে দিয়েছে ইস্টবেঙ্গল। তাও আবার পিকে ব্যানার্জি নামাঙ্কিত। সঞ্জয় সেন আবেগতাড়িত হয়ে পড়েন।

একইসঙ্গে এদিন ইস্টবেঙ্গলের সাফল্য নিয়েও কথা বলেন সঞ্জয়। তাঁর সাফ বার্তা, এই দুর্যোগের মেঘ কেটে ইস্টবেঙ্গলের সাফল্য আসবেই। ইস্টবেঙ্গল দিবসে আপ্লুত সঞ্জয় সেন। আরও পড়ুন: মোহনবাগান যদি স্বাধীনতার প্রতীক হয়, ইস্টবেঙ্গল তবে লড়াইয়ের প্রতীক: কুণাল