প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষার জন্য রবিতে বন্ধ হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

0
2

মেট্রো (Kolkata Metro) নিয়ে ভোগান্তি কিছুতেই যেন কমছে না। চলতি সপ্তাহে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে মেট্রো ভোগান্তির খবর। এবার রবিবাসরীয় পরিষেবাতেও দুর্ভোগের মুখে পড়তে চলেছেন হাওড়া ময়দান- এসপ্ল্যানেড রুটের মেট্রো যাত্রা। প্রযুক্তি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার (ATO) জন্য আগামী ৪ অগাস্ট সম্পূর্ণ বন্ধ থাকছে এই রুটের মেট্রোরেল পরিষেবা (Howrah Maidan-Esplanade metro suspended)।

রবিবার কলকাতা সহ আশপাশের শহরতলী থেকে অনেকেই মহানগরীতে নানা কাজে আসেন। এক্ষেত্রে তাঁরা হাওড়া স্টেশন (Howrah Station) থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে ধর্মতলা পৌঁছতে চান। কিন্তু এই রবিবার সেটা হচ্ছে না। জানা গিয়েছে, ওইদিন পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় সুড়ঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) চালু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো প্রয়োজন। ATO টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের ক্ষেত্রে যদি আশানুরূপ ফল পাওয়া যায় তাহলে ভবিষ্যতের স্বয়ংক্রিয় ট্রেনচালনার প্রস্তুতি আরও জোরদার হবে। যদিও এই খবরের মধ্যে যাত্রীদের কোনও উৎসাহ নেই। তাঁদের মতে, চালক দিয়েই সঠিক পরিষেবা দিতে পারছে না কলকাতা মেট্রো। কখনও স্টেশনে ট্রেন দেরিতে আসছে, কখনও বা রেখে আগুন লেগে যাচ্ছে। এছাড়া স্টেশনে জল জমে যাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো বাতিল হওয়া তো রয়েইছে। সেখানে স্বয়ংক্রিয় ভাবে মেট্রো চলাচলের চিন্তাভাবনা যে ভোগান্তি যে আরও বাড়াতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে। তবে রবিবার গ্রিন লাইনে (East-West Corridor) পরিষেবা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা।