কেএল রাহুলকে নিতে আগ্রহী নাইটরা!

0
2

কোচ বদলের পর একে কী নাইট রাইডার্সে (KKR) অধিনায়কও বদল হতে পারে। সূত্রের খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স নাকি এবার কেএল রাহুলকে (KL Rahul) দলে পেতে আগ্রহী। সেই মতো নাকি দিল্লি ক্যাপিটালসের (DC) সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম (KKR) ম্যানেজমেন্ট। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নতুন করে গুঞ্জন। এমনটা হলে যে আইপিএলের(IPL) আগ একটা বড়সড় চমক হবে তা বলার অপেক্ষা রাখে না।

শেষ মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। তাদের পারফরম্যান্স নিয়ে কার্যত সমালোচনার ঝড় উঠেছিল। এমন পরিস্থিতিতেই এবার কেএল রাহুলকে (KL Rahul) পাওয়ার আগ্রহ প্রকাশ কিন্তু অনেককেই বেশ অবাক করছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কেকেআর নাকি ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কথাবার্তা শুরু করেছে।

গত মরসুমে ১৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গিয়েছিলেন কেএল রাহুল। সেখানে ওপেনিং থেকে মিডল অর্ডার দুই জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। শুধুমাত্র তাই নয় সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কেএল রাহুলের (KL Rahul) পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী। আর এমনটা দেখার পরই যে কেকেআর কেএল রাহুলকে পেতে আগ্রহ প্রকাশ করেছে তা বলার অপেক্ষা রাখে না।

নতুন মরসুম আসার আগে দলকে নতুনভাবে সাজাতে চাইছে নাইট শিবির। ইতিমধ্যেই কোচ চন্দ্রকান্থ পন্ডিতের সঙ্গে সম্পর্ক ভেঙেছে তারা। কেএল রাহুলকে দলে নিলে একসঙ্গে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। রাহুলের থেকে নেতৃত্ব পাওয়ার পাশি ব্যাটার হিসাবেও তাঁকে পাওয়া যাবে। সেইসঙ্গে উইকেট কিপিং অপশন হিসাবেও থাকবেন তিনি। এরফলে কুইন্টন ডিকক কিংবা রহমনুল্লা গুরবাজের মধ্যে যেকোনও একজনকে ছেড়েও দিতে পারবে নাইট শিবির। অর্থাৎ রাহুল খেললে একজন বিদেশি খেলানোর অপশনও বাড়বে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।