ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকেই ভিনরাজ্য থেকে পালিয়ে আসছেন নিজের বাড়ি। উৎসবের দিনে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অত্য়াচারিত হয়ে ফেরা পরিয়ায়ী শ্রমিকদের (Migrant Workers) পাশে দাঁড়াতে পুজো কমিটিগুলিকে পরামর্শন দিলেন মমতা। বৃহস্পতিবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) পুজো-বৈঠকে রাজ্যের মুখ্যসচিব থেকে কলকাতার পুলিশ কমিশনার সাবই ভাষণ দিলেন বাংলায়।
ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দেন মুখ্যমন্ত্রী। নিজে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে হাঁটেন। পুজোর অনুদান নিয়ে আলোচনাতেও ভিনরাজ্যে অত্যাচারিত বাংলাভাষীদের কথা ভুললেন না তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”পুজো সবার জন্যই ভালো হয়ে উঠুক, আনন্দে মেতে উঠুন সকলে। দেখলেন সবাই আজকে বাংলায় কত সুন্দর সুন্দর কথা বললেন। যাঁরা অত্যাচারিত হচ্ছেন, নীপিড়িত হচ্ছেন, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের নতুন জামাকাপড় দেবেন। কারণ, তাঁদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচারিত হয়ে ফিরে আসছে।”
এদিন ইনডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা-সহ সরকারি আধিকারিক ও বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের বেশিভাগ প্রতিনিধি। অনুষ্ঠানটি বাংলাতে সঞ্চলনা করেন সাউথ সাবার্বানের ডিসি বিদিশা কলিতা।
এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বার্তা দেন, ”এই অত্যাচার আমরা পছন্দ করি না। আমরা কারও উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে, সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি।” তিনি বারবার মনে করিয়ে দেন, অন্য কোনও ভাষার মানুষের উপর বাংলার মানুষের কোনও বিদ্বেষ নেই।
আরও খবর: প্রত্যাশার থেকেও বেশি! পুজোর অনুদান বাড়িয়ে ১ লাখ ১০ হাজার টাকা করলেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বসিত উদ্যোক্তারা
–
–
–
–
–
–
–
–
–
–