কেন্দ্রের মুখে ঝামা ঘষে বাংলার উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরের (Bolpur) প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে তৈরি করে দিলেন বাংলার উন্নয়নের রূপরেখাও। কেন্দ্রের বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজ কীভাবে করতে হবে জেলাশাসক-সহ জেলার আধিকারিকদের নির্দেশ দিলেন তিনি।
এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। ফলে রাজ্যকে নিজেদের টাকা দিয়েই সব কাজ করতে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।
আরও খবর: বাংলার ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের ফেরানো ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, কাজ-ছাদ দেবে রাজ্য
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নির্দেশ দেন, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে ৫ শতাংশ টাকা দিতে হবে। স্থানীয় বিধায়কদেরও কন্ট্রিবিউশন দরকার। তাঁদের ১০ লক্ষ টাকা করে দিতে হবে। এই সব টাকা ডিএমদের কাছে জমা করতে হবে। বাকি টাকা দেবে রাজ্য সরকার। এভাবেই চলবে বাংলার উন্নয়নমূলক কাজ।
- উন্নয়নমূলক প্রকল্পের প্রসঙ্গ মুখ্যমন্ত্রী জানান–
রাজ্যে ৪ লক্ষ ১৩ হাজার পুকুর খনন হয়েছে - ১৩৫০টি প্রকল্পের মধ্যে ৯১% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে
- দেউচা পাচামিতে এক লক্ষ চাকরি হবে
- ১৯ কোটি টাকা ব্যয়ে আমোদপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কাজ হবে
- তারাপীঠ অডিটোরিয়ামের কাজ চলছে জোর কদমে
–
–
–
–
–
–
–
–
–
–