কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শুরু বিষ্ণুর, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন সৌভিক

0
2

কয়েকদিনের মধ্যেই প্রস্তুতিতে যোগ দেবেন পিভি বিষ্ণু (PV Bishnu)। এই মুহূর্তে চোটের কারণে রিহ্যাব সারলেও, দ্বিতীয় ম্যাচে বিষ্ণুকে রেখেই নীল নক্সা তৈরি করছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন পিভি বিষ্ণু (PV Bishnu)। সেই চোট পাওয়ার পর আর খেলতে পারেননি ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা।

গত শনিবার থেকেই রিহ্যাব শুরু করেছেন ইস্টবেঙ্গলের (Eastbengal) এই তারকা ফুটবলার। রবিবারও মাঠের সাইড লাইনেই রিহ্যাব সেরেছেন তিনি। তবে বিষ্ণুর (PV Bishnu) চোট সেরকম গুরুতর কিছু নয় বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই তিনি প্রস্তুতিতে যোগ দেবেন বলে আশাবাদী ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচের আগে আরও একটা ভালো খবর ইস্টবেঙ্গল শিবিরে। চোটমুক্ত সৌভিক চক্রবর্তী। সবকিছু ঠিকঠাক চললে দ্বিতীয় ম্যাচ থেকেই লাল-হলুদ জার্সিতে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার। তিনি দলে ফিরলে যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে রবিবারই শহরে পৌছোচ্ছেন হামিদ আহদাদ। সোমবার থেকেই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন এই মরোক্কাল ফুটবলার। তাঁকে পেলে যে ইস্টবেঙ্গলের আক্রমণ আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকেও খেলার পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজোঁর।