গোটা বিশ্ব তাঁকে মিসাইল ম্যান বলেই চেনে। আর ভারতে তিনি চিরস্মরণীয় ব্যতিক্রমী রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম (A P J Abdul Kalam) হিসাবে। একদিকে তিনি ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী, অন্যদিকে লেখক এবং সমাজবিদ। জীবদ্দশায় পেয়েছেন একাধিক পুরষ্কার। অগ্নি এবং পৃথ্বীর মতো মিসাইল তৈরির কারিগর হিসাবেই তাঁর মিসাইল ম্যান (Missile Man) স্বীকৃতি। রবিবার তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
কর্মজীবনে ডিআরডিও-র হভারক্রাফ্ট প্রকল্প পরিচালনা করেন তিনি। ১৯৬২ সালে তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগ দেন। রোহিনী তথা SLV3 উপগ্রহ সফলভাবে উৎক্ষেপন করেন, পৃথিবীর কক্ষপথে স্থাপনও করেন। বিজ্ঞানী রাজা রামান্নার সঙ্গে যৌথভাবে ভারতের প্রথম পারমানবিক ক্ষেপনাস্ত্র তৈরি করেন তিনি।
আরও পড়ুন: মিলল না কাঠ! রাজস্থানে স্কুল ভেঙে মৃত শিশুর অন্তিম সংস্কার টায়ার জ্বালিয়ে
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘ভারতরত্ন’ ডঃ এপিজে আব্দুল (A P J Abdul Kalam) কালামের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি একজন মহান বিজ্ঞানী এবং একজন আদর্শ মানুষ ছিলেন। তাঁর জীবন আজও আমাদের অনুপ্রাণিত করে।
–
–
–
–
–
–
–
–
–
–