রবিবারই শহরে ইস্টবেঙ্গলের হামিদ আহাদাদ(Hamid Ahadad)। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলেল (Eastbengal) জার্সিতে দেখা যেতে পারে মরক্কোর এই তারকা স্ট্রাইকারকে। এই মরসুমে ইস্টবেঙ্গলের ফুটবলার সই করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চমক ছিল এই হামিদ (Hamid Ahadad)। হাকিমির পাশে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই হামিদের শহরে আসার অপেক্ষাতেই ছিল অগুন্তী ইস্টবেঙ্গল সমর্থকরা। রবিবারই শহরে পৌঁছচ্ছেন মরক্কোর এই তারকা ফুটবলার।
এই মরসুমে দল গঠনে একের পর এক চমক দিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। তাদের মধ্যেই হামিদ হল সবচেয়ে বড় চমক। তাঁর খো দেখার জন্য এই মুহূর্তে মুখিয়ে রয়েছে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকরা। এই মুহূর্তে চলছে ডুরান্ড কাপ। সেখানেই এবার হামিদের (Hamid Ahadad) অভিষেক হতে চলেছে। রবিবার শহের এলেও সেদিন প্রস্তুতি সারবেন না তিনি। সবকিছু ঠিকঠাক চললে নতুন সপ্তাহের শুরু থেকেই লাল-হলুদ জার্সিতে মাঠে নেমে পড়বেন তিনি।
আইএসএলের আগে ডুরান্ড কাপেই নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চাইছেন ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজোঁ। কেভিন, মিগুয়েলরা ইতিমধ্যেই শহরে চলে এসেছেন। যদিও নতুব বিদেশিদের মধ্যে এখনও পর্যন্ত অভিষেক হয়েছে রশিদেরই। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছে ইস্টবেঙ্গল।
প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল তারা। সেই ম্যাচে ৫-০ গোলে ম্যাচ জিতেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচ আগামী ১০ অগাস্ট। সেদিনই কেভিন, মিগুয়েলদের সঙ্গে অভিষেক হতে পারে হামিদ আহদাদেরও। রবিবার এখন শুধুই তাঁর শহরের মাটিতে পা রাখার অপেক্ষায় অসংখ্য লাল-হলুদ সমর্থকরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–