মুখ্যমন্ত্রীর অভিযোগে সিলমোহর HRW-র, আন্তর্জাতিক লজ্জা: বিজেপিকে তুলোধনা মমতার

0
2

দেশজুড়ে বাংলা ভাষীদের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাস চালানো হচ্ছে। লাগাতার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’(Human Rights Watch)-এর সাম্প্রতিক রিপোর্টেও তার অভিযোগকেই কার্যত সিলমোহর দিল। আর সেই রিপোর্ট সামনে আসতেই মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য-“যা এতদিন ধরে বলেছি, তাই এবার আন্তর্জাতিক মঞ্চেও উঠে এল। বিজেপির সরাসরি মদতে বাংলাভাষী মানুষদের টার্গেট করা হচ্ছে।“

 

HRW-এর রিপোর্টে বলা হয়েছে, অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশার মতো একাধিক রাজ্যে বাংলাভাষী বহু ভারতীয় নাগরিককে বেআইনিভাবে বিদেশি ঘোষণা করে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র চলছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নীতির ভিত্তিতেই এই ‘দেশান্তর প্রক্রিয়া’ চলছে বলে অভিযোগ রিপোর্টে।

এই রিপোর্টকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “এটা শুধু নিন্দনীয় নয়, সাংবিধানিক অপরাধ। বিজেপি ভাষার নামে বিভাজনের রাজনীতি করছে। এটা ভারতের পক্ষে আন্তর্জাতিক লজ্জা।“

হিউম্যান রাইটস ওয়াচ (HRW)-এর এশিয়া ডিরেক্টর এলেইন পিয়ারসনের বক্তব্যও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “বাংলা ভাষাভাষী বহু ভারতীয়কে বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। প্রশাসনের যুক্তি—তারা অনিয়মিত অভিবাসী, এই কথা একেবারেই গ্রহণযোগ্য নয়।“

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলায় এর বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক মহলের মতে, এই ইস্যু আগামী দিনে তৃণমূলের অন্যতম বড় অস্ত্র হতে চলেছে বিজেপির (BJP) বিরুদ্ধে।

আরও পড়ুন – রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করার ষড়যন্ত্র: চিঠি লিখে সাইবার ক্রাইমে অভিযোগ দিলীপের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_