নাট্যব্যক্তিত্ব রতন থিয়ামের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

0
2

জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব রতন থিয়মের (Ratan Thiyam) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, “মণিপুরী নাট্য জগতে আইকন এবং বিশ্ব মানচিত্রে মণিপুরী থিয়েটারকে প্রতিষ্ঠিত করার এক সত্যিকারের কিংবদন্তি রতন থিয়ামের মৃত্যুতে আমি শোকাহত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

রতন থিয়াম (Ratan Thiyam) প্রাদেশিক গণ্ডি ছাপিয়ে তিনি ভারতীয় নাটকে রেখেছেন তাৎপর্যপূর্ণ ছাপ। একের পর এক নাটক লিখেছেন, মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছেন। প্রাচীন নাটককে আধুনিকতার মোড়কে তুলে ধরতেন রতন। ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো নাট্য নির্মাণ করেছেন মঞ্চে। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি-তে সহ-সভাপতি পদে ছিলেন তিনি। তার পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন তিনি। নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অভিনয় জগতে। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।