নবজাতকের মৃত্যুর মামলায় তদন্ত বন্ধের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

0
2

নবজাতকের মৃত্যুর মামলায় মেদিনীপুর (Medinipur) মাতৃমা হাসপাতালের এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের তদন্ত বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৬ জানুয়ারি এক নবজাতকের মৃত্যু এবং আরও এক প্রসূতির মৃত্যুর পর এই তদন্ত শুরু হয়েছিল। ওই চিকিৎসকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ‘অপরাধমূলক হত্যার চেষ্টার সঙ্গে তুলনীয় নয়’ এমন ধারায় অভিযোগ আনা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল চিকিৎসায় গাফিলতির, অপারেশন থিয়েটারে অনুপস্থিত থাকার এবং এক নির্দিষ্ট ব্যাচের স্যালাইন ব্যবহার করার যা মা ও অন্যান্য প্রসূতিদের শরীরে গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

বুধবার, এই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthangkar Ghosh) রাজ্য সরকারের পেশ করা স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখে জানান, এই মুহূর্তে আদালতের পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে চিকিৎসক নির্দোষ কি না, বা তিনি ঘটনার সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন কি না। যদিও, ওই চিকিৎসকের আইনজীবী আদালতে জানান, তিনি অপারেশন চলাকালীন অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। তবে, সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতির পর্যবেক্ষণ, সাক্ষীদের বয়ান ও অন্যান্য তথ্যের সত্যতা এই মুহূর্তে যাচাই করা সম্ভব নয়, তাই তদন্ত চলতে দেওয়া উচিত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চিকিৎসকের আবেদন খারিজ করে দেন এবং তদন্তকারী সংস্থাকে তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দেন। আরও পড়ুনঃ ভুল দেহ! শেষকৃত্য বাতিল করে অভিযোগ ২ ব্রিটিশ পরিবারের