এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড়লোক ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI)। আর তাঁর অধীনে থাকা ক্রিকেটাররাও যে বড়লোক হবে সেটা বলাই বাহুল্য। এর মাঝেই বিরাট কোহলি (Virat Kohli) থেকে মহেন্দ্র সিং ধোনিদের (MS Dhoni) আয় সর্বসমক্ষে। আর সেই তথ্যই ফাঁস করে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। মাইকেল ভনের সঙ্গে একটি আলোচনায় বিরাট কোহলিদের আয়ের তথ্য কার্যত সকলের সামনে এনে দিলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।
বোর্ডের চুক্তিতে থাকায় যেমন একটা টাকা পান ক্রিকেটাররা। তেমনই আইপিএলের খেলার সৌজন্যেই তাদের ভাঁড়ার পূর্ণ থাকে। সেইসঙ্গে রয়েছে বিজ্ঞাপনও। প্রাক্তন ভারতীয় কোচের মতে এই মুহূর্তে বিরাট কোহলিদের আয়ের পরিমান যদি ১০০ কোটিও ছাড়িয়ে যায় তাহলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আর সেই অঙ্ক দেখার পরই কার্যত চমকে গিয়েছে সকলে।
মাইকেল ভনের সঙ্গে একটি আলোচনায় রবি শাস্ত্রী (Ravi Shastri) জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেটাররা এই মুহূর্তে প্রচুর অর্থ উপার্জন করে। বিশেষ করে এখন তারা বহু বিজ্ঞাপনও করেন। সেখান থেকেও বহু অর্থ তারা উপার্জন করছেন। আমার মতে সেটা সর্বোচ্চ ১০০ কোটি টাকা হতে পারে। আপনারা হিসাব করে নেবেন প্রায় ১০ মিলিয়ন পাউন্ডের মতো পারে অঙ্কটা”।
মহেন্দ্র সিং ধোনি খেলা থেকে অবসর নিয়েছেন। কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মারা এখনও পর্যন্ত খেলছেন। তাদের উপার্জন যে কার্যত আকাশছোঁয়া তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–
–