ওষুধে বিপত্তি! খড়গপুর আইআইটি-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

0
2

শ্বাসরোধ হয়ে মৃত্যু হল খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) এক পড়ুয়ার। ওষুধ খেতে গিয়ে বিপত্তি হয় বলে দাবি কর্তৃপক্ষের। অপ্রীতিকর এই ঘটনায় ফের একবার শিরোনামে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান। সম্প্রতি এক পড়ুয়ারা আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তবে এবার নিছকই দুর্ঘটনা বলে দাবি কর্তৃপক্ষের।

মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ পাওয়ার খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (second year) পড়ুয়া। সম্প্রতি সে জ্বর-সর্দি-কাশির সমস্যায় ভুগছিল। চিকিৎসকের পরামর্শে ওষুধও চলছিল। সোমবার রাতে খাওয়ার পরে ওষুধ খেতে গিয়ে সেই ওষুধ তার গলায় আটকে যায় বলে দাবি পড়ুয়া ও আইআইটি কর্তৃপক্ষের।

আরও পড়ুন: আবার সেই ওড়িশা! হকি প্রশিক্ষণের নামে নাবালিকাকে গণধর্ষণ চার কোচের

পরিস্থিতি সংকটজনক হওয়ায় দ্রুত চন্দ্রদীপকে নিয়ে যাওয়া হয় খড়গপুর বি সি রায় হাসপাতালে। সিপিআর দেওয়া হলেও শেষরক্ষা হয়নি। তার মৃত্যুর পরই খবর দেওয়া হয় পরিবারকে। যদিও গত ১৮ জুলাই মেকানিক্যাল বিভাগের এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনার এক সপ্তাহের মধ্যে আরেক মৃত্যুতে উঠেছে প্রশ্নও। যদিও পশ্চিম মেদিনীপুর পুলিশের দাবি এটি নিছকই দুর্ঘটনা (accident)। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।