যান্ত্রিক সমস্যায় আটকে পড়া বিমান উড়ল: ঘরে ফিরছে F35B

0
1

এক মাস সাত দিন পরে অবশেষে দেশে ফিরছে ইংল্যান্ডের বিকল হওয়া যুদ্ধবিমান। ব্রিটেন থেকে বিশেষজ্ঞ এনে এফ-থার্টি ফাইভ বি (F-35B) বিমানটি মেরামত করে মঙ্গলবারই রওনা দেয় ইংল্যান্ডের (England) পথে। বৃষ্টিভেজা কেরালার (Kerala) বিমান বন্দর থেকে বিমানটিকে মঙ্গলবার সকালে উড়ে যেতে দেখা যায়।

ব্রিটেনের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ থার্টিফাইভ বি (F-35B) যান্ত্রিক ত্রুটির কারণে কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করে ১৪ জুন। এরপর থেকে বিমানটি ওড়ানোর সব চেষ্টা ব্যর্থ হয়। শেষে সিদ্ধান্ত হয় ব্রিটেন থেকেই বিশেষজ্ঞরা এসে শেষ সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ: অস্বস্তিকর গরম কেটে গিয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

সেই মতো ৩ জুলাই ব্রিটেন থেকে ১৪ জন বিশেষজ্ঞ ও ১০ জন ক্রুয়ের একটি দল এসে পৌঁছায়। পর্যবেক্ষণ ও মেরামতির পরে সিদ্ধান্ত হয় কেরালা থেকেই ওড়ানো সম্ভব হবে যুদ্ধবিমানকে (F-35B)। শেষ পর্যন্ত টানা ৩৮ দিন কেরালার (Kerala) বিমান বন্দরে অপেক্ষা করার পরে মঙ্গলবার ইংল্যান্ড পাড়ি দিল এফ থার্টিফাইভ বি (F-35B) যুদ্ধবিমান।