বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) উত্তরাঞ্চলের একটি স্কুল চত্বরে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রীও রয়েছেন। সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের (Milestone College and School) ভবনে ভেঙে পড়ে। ভেঙে পড়া বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বি.জি.আই (F-7 BGI) মডেলের একটি প্রশিক্ষণ জেট। আচমকা যান্ত্রিক ত্রুটির জেরে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ছাদে গিয়ে ধাক্কা মারে। মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্কুল চত্বর ও আশপাশের এলাকাজুড়ে তৈরি হয় হইচই। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ এবং এয়ার ফোর্সের উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের মুখপাত্র লিমা খানম জানান, ঘটনাস্থলে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি কোনও গাফিলতির জেরে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ উড়ান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও অভিভাবক মহল। আরও পড়ুন : বাংলা-বাঙালির জয়গানে জমজমাট একুশে জুলাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান
–
–
–
–
–
–
–
–
–
–
–
–