ঘর ওয়াপসি রূপাঞ্জনা মিত্রর, একুশের মঞ্চে তৃণমূলে ফিরে বললেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি”

0
3

একুশের শহীদ স্মরণ সভা মঞ্চে সবাইকে চমকে দিয়ে ঘর ওয়াপসি করলেন রূপাঞ্জনা মিত্র। পাঁচ বছর পর তৃণমূলে ফিরে এলেন অভিনেত্রী ও প্রাক্তন বিজেপি সদস্য রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। দলবদলের পরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে একুশের মঞ্চ থেকে অভিনেত্রী বলেন, “মনে হচ্ছে স্বর্গে রয়েছি। কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের পরে দিল্লিতে গিয়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। টলিপাড়ার আরও কয়েকজন তারকার সঙ্গে তিনিও পদ্ম শিবিরে পা রেখেছিলেন কিন্তু, খুব শিগগিরই বিজেপির দলীয় রাজনীতি ও অভ্যন্তরীণ পরিবেশে অসন্তুষ্ট হন তিনি। এক সময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন,”বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।” এরপর থেকেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখছিলেন তিনি।

এরপর, সোমবার, ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়কে সাক্ষী রেখে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন রূপাঞ্জনা। দলীয় মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন,”বছর পাঁচেক এক রেজিমেন্টেড দলে কাটালাম কিন্তু, মন টিকল না। আজ দিদির (Mamata Banerjee) কাছে ফিরে মনে হচ্ছে বাড়ি ফিরে এলাম।”

আরও পড়ুন: বাঙালি প্রধানমন্ত্রী চাই: স্লোগান-ব্যানারে স্বরগরম ধর্মতলা-চত্বর

গত ডিসেম্বরেই তৃণমূলের ফেরার একপ্রকার ইঙ্গিত দিয়েছিলেন রূপঞ্জনা মিত্র। তিনি জানিয়েছিলেন, ২০১৯ সালে বিজেপি তাঁকে ও অন্য তারকাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ তিনি মেনে চলতে চাননি। সেই থেকেই মানসিক দূরত্ব তৈরি হয়। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে রূপাঞ্জনা বলেন,”কিছু সমস্যা ছিল, কিন্তু সব মিটে গেছে।”