দেশের স্বীকৃতি তো বটেই, বিশ্বমানের স্বীকৃতিও দীর্ঘদিন আগেই পেয়েছে কলকাতার আইটি হাব (IT hub)। বিশ্বের প্রথম সারির ২৪ তথ্য প্রযুক্তি শহরের মধ্যে স্থান করে নিয়েছে কলকাতা। প্রতি বছর বিনিয়োগ বাড়ছে সেই তথ্য প্রযুক্তি হাবে। তবে গোদী মিডিয়ায় চাপে দেশের জাতীয় সংবাদ মাধ্যমগুলি যেভাবে নিরপেক্ষতা হারিয়েছে, তাতে বাংলার সেই সাফল্য তুলে ধরা সম্ভব নয়। জাতীয় সংবাদ মাধ্যম (national media) ব্যস্ত বাংলাকে কালিমালিপ্ত করতেই। সেই পরিস্থিতিতেও একটি জাতীয় সংবাদ মাধ্যম ব্যতিক্রমী হয়ে বাংলার এই সাফল্যকে তুলে ধরায় সন্তোষ প্রকাশ রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
প্রত্যেকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) পর থেকে আরও ব্যাপকভাবে আত্মপ্রকাশ করে বাংলার তথ্য প্রযুক্তি শিল্প। এবার সেই উৎসাহের তথ্য প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি তথ্য প্রযুক্তিতে (IT) বিনিয়োগের ক্ষেত্রে যে বাংলাই পথ দেখাচ্ছে তার তথ্য তুলে ধরা শুরু করল ভারতের মেনস্ট্রিম মিডিয়া (mainstream media)।
আরও পড়ুন: একুশে জুলাই কোন মঞ্চে দিলীপ? জল্পনার অবসান ঘটালেন পদ্মনেতা নিজেই
সেই উদাহরণ তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ইন্ডিয়া টুডে (India Today) ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় (২১ জুন, ২০২৫) একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার নাম ‘এ নিউ আইটি সানরাউজ’ (A New IT Sunrise) এবং সেখানে উল্লেখ করা হয়েছে ‘বাংলার রাজধানীতে আইটি হাবে প্রথম সারির সংস্থাগুলি পাড়ি দিচ্ছে, সেখানকার অসাধারণ পরিকাঠামো ও বিপুল মেধার’ টানেই তারা আসছে।
ম্যাগাজিনের সেই ভাষাকেই গোটা দেশের কাছে স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, গোটা ভারত লক্ষ্য রাখুক তথ্য প্রযুক্তিতে নতুন সূর্যোদয় (sunrise) বাংলায় হয়ে গিয়েছে।
Happy to share that the mainstream Indian media have started taking note of Bengal now leading the IT sector investments in the country.
In its latest (July 21, 2025) issue, India Today magazine has carried a piece called ‘A New IT Sunrise’ and mentioned that “top firms are…
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2025
–
–
–
–
–
–
–
–