আর কবে? ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ট্রাম্পের: জবাব চাইল তৃণমূল

0
2

প্রায় প্রতিদিন ঘুম থেকে উঠে ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ থামানোর দাবি করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তার থেকে একধাপ এগিয়ে দাবি করলেন পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বে ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান (fighter jet) ধ্বংস হয়েছে। এতদিন ভারতের তরফ থেকে একটিও বিমান ধ্বংসের দাবি, সেখান থেকে সরে এসে একটি রাফাল (Rafale) ধ্বংসের সত্যতা প্রকাশ করা হয়। কিন্তু বাস্তবে ভারতীয় নাগরিকদের করের টাকায় কেনা যুদ্ধবিমান ধ্বংস নিয়ে রটনার অবসান কবে হবে, প্রশ্ন বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের। সংসদের অধিবেশনে পহেলগাম হামলা (Pahalgam attack) ও তার পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের প্রকৃত সত্য প্রকাশের দাবি জানালো তৃণমূল।

রাফালের তরফ থেকে সত্য প্রকাশ করে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের একটি রাফাল ধ্বংস হয়েছিল। তবে এই একটি বিমান ধ্বংস ছাড়া পহেলগাম হামলা পরবর্তীতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের পরিস্থিতিতে আর কোনও ভারতীয় ক্ষতির কথা প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে এবার বড় সড় দাবি ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, দুটি নিউক্লিয়ার শক্তিধর দেশ – ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে যুদ্ধ করছিল। যে যুদ্ধ তিনি থামানোর দাবি করেন। সেই ‘যুদ্ধের’ বর্ণনা দিতে গিয়েই ভারতের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ‘তথ্য’ পেশ করেন ট্রাম্প।

সেই দাবিতে প্রথমে চারটি বা পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ধন্দে পড়েন ট্রাম্প (Donald Trump)। পরে স্পষ্ট করেই জানান, আমার ধারণা পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। সেই দ্বন্দ্ব তিনি বাণিজ্যেক টোপ দিয়ে থামানোর দাবি আবারও করেন। কেন এই ধরনের দাবি তিনি টানা ২৪ বার করে চলেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে কেন্দ্রের জবাব দাবি করে সাগরিকা (Sagarika Ghose) প্রশ্ন তোলেন, এই নিয়ে ২৪ বার ট্রাম্প দাবি করলেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে ছিলেন। এবার আরও একধাপ এগিয়ে এবার তিনি দাবি করেছেন ৫টি যুদ্ধবিমান (fighter jet) গুলি করে নামানো (shot down) হয়েছিল। জাতীয় নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবার মুখ খুলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত শাহরুখ, আগামী দুমাস বন্ধ সব কাজ

তবে শুধুমাত্র বিজেপি ও প্রধানমন্ত্রীর জবাব দাবি করেই নীরব নয় বাংলার শাসক দল। সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন তোলেন, করদাতাদের টাকা দিয়ে ২৫০মিলিয়ন ডলার দিয়ে এক একটি রাফাল (Rafale) কেনা হয়েছে। আমরা জেনেছি অন্তত একটি রাফাল গুলি করে নামানো হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, অন্তত ৫টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। তবে কী এখনও ভারতীয়রা সিঁদুর-এর সারমর্ম দিয়ে একটি পোস্ট দাবি করতে পারেন না?