ভারতের এমন হারে আফসোস মিটছে না সচিনের

0
2

একটা হার না মানা লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত দেশকে জেতানোর মরিয়া চেষ্টা। কিন্তু শেষরক্ষা হয়নি। জাদেজার (Ravindra Jadeja) অদম্য লড়াইটাকেই থামাতেই হয়েছে। ইংল্যান্ডের কাছে ২২ রানে হার। আফসোসের ছবিটা স্পষ্ট ছিল জাদেজার (Ravindra Jadeja) মুখে। চোখে জল এসেছিল মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। আফসোসটা মিটছে না সচিন তেন্ডুলকরেরও (Sachin Tendulkar)। জাদেজা, বুমরাহ এবং সিরাজদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তিনি। কিন্তু একইসঙ্গে সচিনের লেখা থেকে ঝড়ে পড়েছে একরাশ আফসোসও।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যখন ভারতীয় দলের একের পর এক ব্যাটাররা ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছিলেন। সেই সময় কার্যত একাই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গী কখনও ঋষভ পন্থ হচ্ছে তো কখনও নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু কেউই জাদেজাকে সেভাবে সঙ্গ দিতে পারেনি।

এমনই মুহূর্তে জসপ্রীত বুমরাকে সঙ্গে নিয়ে লড়াইটা করা শুরু করেন রবীন্দ্র জাদেজা। সেই লড়াই ঘিরে সকলের মনে আশাও জাগতে শুরু করে। কিন্তু বুমরাহ আউট হতেই ফের আতঙ্ক। এরপর জাদেজার সঙ্গী হয়েছিলেন সিরাজ। লড়াইটা আরও কঠিন হয়েছিল জাড্ডুর জন্য। কিন্তু সেখানেও রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। বিরক্ত হচ্ছিলেন ব্রিটিশ বোলাররা।

যখন প্রায় রান হাতের কাছে চলে এসেছে, সেই সময়ই সব শেষ। আউট হয়ে সাজঘরে ফেরেন মহম্মদ সিরাজ। আর সেইসঙ্গেই ভারতের হারও নিশ্চিত। আফসোস যেন মিটছে না সচিন তেন্ডুলকরেরও (Sachin Tendulkar)। তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “কাছে এসেও যেন দূরে চলে গেল। জাদেজা, বুমরাহ এবং সিরাজ একেবারে শেষপর্যন্ত লড়াইটা চালিয়ে গেল। ভাল পারফরম্যান্স টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ভারতের ওপর যথেষ্ট চাপ তৈরি করেছিল। তারা তাদের কাঙ্খিত সাফল্যটাও পেয়েছে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ জিততে পারলেই সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু শেষপর্যন্ত পিছিয়েই গেল ভারত। ভারতীয় দলের ক্রিকেটার থেকে প্রাক্তন, সকলের মুখে শুধুই এখন আফসোসের সুর।