জয়ের জন্য ভারতের (India) দরকার ১৩৫ রানের। হাতে রয়েছে একটা। চতুর্থ দিন দুরন্ত বোলিং। ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) চার উইকেট। সবকিছু মিলিয়ে ভারতের জয়টা এখন শুধুই সময়ের অপেক্ষা। তবুও যেন খানিকটা চিন্তা রয়েই গিয়েছে। কারণ চতুর্থ দিনের শেষে চার উইকেট হারিয়ে খানিকটা হলেও চিন্তায় রয়েছে ভারতীয় দল। দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫৮।
চতুর্থ দিনের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় (India) দলের বোলাররা। বিশেষ করে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ইংল্যান্ডের সেরা তিনটি উইকেটই তাঁর শিকার। জো রুট এবং বেন স্টোক যখন ক্রমশই বড় পার্টনারশিপের দিকে এগোচ্ছিল, সেই সময় এই ওয়াশিংটনই হাল ফেরান। এই দুই ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান তিনি।
শুধু তাই নয়, স্মিথও তাঁরই শিকার। ১৯২ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। কম রানের লক্ষ্য হলেও ভারতও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। চতুর্থ দিন চার উইকেট হারিয়েছে। তবে ক্রিজে অপরাজিত রয়েছেন কেএল রাহুল।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–