চুক্তি সম্পন্ন করতে পারল না ভারতের ফুটবল ফেডারেশন। যার জেরে স্থগিত করে দেওয়া হল এবছরের ইন্ডিয়ান সুপার লিগ-এর (ISL) মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। বিজেপি জামানায় শিক্ষা সংস্কৃতিতে যেভাবে বারবার ধাক্কা লেগেছে, তার ঢেউ এবার এসে লাগলো ভারতীয় ঘরোয়া ফুটবলেও।
আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর (FSDL) তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এ (ISL) অংশগ্রহণকারী সব ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হলো ২০২৫-২৬ আইএসএল (ISL) স্থগিত রাখার কথা। তার কারণ হিসেবে তুলে ধরা হল, সংস্থার সঙ্গে এআইএফএফ-এর (AIFF) চুক্তি (contract) সংক্রান্ত অনিশ্চয়তাকে।
এফএসডিএল-এর (FSDL) সঙ্গে এআইএফএফ-র (AIFF) চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৫। সাধারণত আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। ফলে এ বছরের প্রতিযোগিতা চলার মধ্যেই সেই চুক্তি (contract) শেষ হয়ে যাবে। অথচ এখনো আইএফএ-র তরফে চুক্তির পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আয়োজক সংস্থা এফএসডিএল স্পষ্ট জানিয়েছে, কোনও নিশ্চিত চুক্তির না থাকায় ডিসেম্বরের পরে তাদের পক্ষে কোনও পরিকল্পনা, আয়োজন বা ২০২৫-২৬ আইএসএল-কে বাণিজ্যিকরণের প্রক্রিয়া করা সম্ভব নয়।
আরও পড়ুন: কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের
আইএসএল-এর আয়োজক সংক্রান্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এফএসডিএল-এর ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সেই কথা। কিন্তু এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিকে এখনও হালকা ভাবেই দেখা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফলে এআইএফএফ-র তরফ থেকে কোনও কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার তৈরি না হওয়ায় প্রতিযোগিতা সংঘটিত করা সম্ভব হচ্ছে না।
–
–
–
–
–
–
–
–
–