৪৩ দিন ধরে নিখোঁজ থাকার পর নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক।মহেশতলার একটি জিন্সের কারখানায় মোবাইল চুরির সন্দেহে তাঁকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছিল। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয় সমাজমাধ্যমে। এরপর তদন্তে নেমে মুম্বই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শাহেনশাকে, কিন্তু খোঁজ মিলছিল না ওই নাবালকের। বাবা মায়ের আশঙ্কা ছিল নাবালক বুঝি আর বেঁচে নেই! তবে বুধবার বিকেলে আচমটাই গ্রামে হাজির হয় সে। আনন্দে আত্মহারা পরিবার। ১৪ বছরের ছেলেকে আর কাছ ছাড়া করতে চাইছেন না মা-বাবা।
পেটের দায়ে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায় কারখানায় কাজ করতে গিয়ে অমানবিক অত্যাচারের শিকার হয় ইসলামপুরের কিশোর। গত ৩০ মে, মোবাইল চুরির অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার করা হয় তাঁর উপরে। বাঁশের খুঁটিতে বেধে মার, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভয়ঙ্কর ভিডিয়ো এসেছিল সামনে। তারপর থেকে খোঁজ মিলছিল না। বুধবার সে ফিরে আসার পরও এতদিন কোথায় ছিল তা স্পষ্ট করে কিছু বলতে চাইনি। তবে কিশোরের এক আত্মীয়র দাবি নাবালককে জোর করে আটকে রাখা হয়েছিল।নাবালক ফিরে আসার খবর পেয়েই ভিড় জমান এলাকাবাসীরা। পৌঁছে যায় জেলা পুলিশও। এখন অন্তর্ধান রহস্যের পিছনে কারা জড়িত তাদের পরিচয় প্রকাশ্যে আছে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–