সপ্তাহের শুরুতেই নিম্নচাপের জেরে দুর্ভোগ দক্ষিণবঙ্গে। মূলত পাঁচ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির (heavy rain) সম্মুখিন হবে। সেই সঙ্গে উত্তরের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস (forecast) রয়েছে। বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাসের পাশাপাশি শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা বঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (heavy rain) হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। পাশ্বর্বর্তী জেলাগুলিতেও প্রভাব পড়বে। বীরভুম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা, হাওড়া ও হুগলিতে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।। বৃহস্পতিবার পরিস্থিতির উন্নতি হবে।
দক্ষিণের পাশাপাশি উত্তরেও (north Bengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরে জারি থাকবে দুর্যোগ।
আরও পড়ুন: জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম
কলকাতায় সোমবার দিনভর বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রকোপ। জল জমেছে (water logging) মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।
–
–
–
–
–
–
–
–
–