আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ২ দমকলকর্মী

0
2

রবিবার ইডাহোর (Idaho) কুটিনাই কাউন্টি অঞ্চলে অবস্থিত একটি পার্কে হঠাৎ আগুল লেগে যাওয়ায় বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু হঠাৎ সেই সময়ে দমকলকর্মীদের (Firebrigade Worker) লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। হামলাকারীর গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জন দমকলকর্মীর। স্বাভাবিকভাবেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (POLICE) গোটা এলাকা ঘিরে ফেলে। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

ইডাহোর (Idaho) এক পুলিশ আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন এখনও পর্যন্ত দু’জন দমকলকর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এলাকায় সেই সময়ে অনেক পর্যটকও ছিলেন যদিও তাঁদের কোনও ক্ষতি হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটক এবং সাধারণ মানুষদের সেখান থেকে সরানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কুটিনাই কাউন্টি শেরিফের অফিস এই ঘটনা নিয়ে জানিয়েছে স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটেক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভাতে দমকলকর্মীরা যান। প্রায় আধা ঘন্টা পরে, এলাকায় গুলির শব্দ শোনা যায়। গুলি চালানোর পর, স্থানীয় বাসিন্দাদের সক্রিয় বন্দুকবাজের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।