বিজেপি শাসিত রাজ্যে (BJP states) বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার, এমনকি তার কোনও সরকারি রেকর্ড পর্যন্ত রাখা হয়নি। শেষমেশ রাজ্যের হাতে তুলে না দিয়ে বিএসএফ-এর (BSF) হাতে তুলে দেওয়ার ঘটনা তো এখন সকলেই জানে। কিন্তু সেই বিএসএফ কী করেছিল? মাত্র ৩০০ বাংলাদেশি টাকা (Bangladeshi rupee) দিয়ে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য করেছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। রাজ্য প্রশাসনের তৎপরতায় দেশে ফিরতে পারা পরিযায়ী শ্রমিকদের (migrant worker) মুখে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর তৃণমূলের প্রশ্ন, শুধুমাত্র বাংলায় ভোটে জিততে না পারার জন্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এই প্রতিশোধ কী আদৌ নেওয়া যায়।
মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর চব্বিশ পরগণার যে পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশ থেকে ফিরেছেন তাঁদের দাবি, বিএসএফ-ই (BSF) তাঁদের সীমান্ত পার করতে বাধ্য করায়। হাতে দেওয়া হয় ৩০০ বাংলাদেশি টাকা। সীমান্ত পেরোতে আপত্তি করলে গুলি করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
তবে এই চক্রান্তে শুধুমাত্র অমিত শাহর বিএসএফ-ই নেই। কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলির পুলিশ বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তা তুলে ধরেছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। সাংসদের প্রশ্ন, কোনও পুলিশ রেকর্ড ছাড়াই পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করে রাখছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। কেন তাদের পরিচয় যাচাই করার জন্য রাজ্যের সরকারের সঙ্গেও যোগাযোগ করছে না। এর পিছনে নরেন্দ্র মোদি ও অমিত শাহর কী পরিকল্পনা রয়েছে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে (BJP states) আইন ভেঙে পুলিশ কীভাবে ২৪ ঘণ্টা গ্রেফতার করে রাখল এবং আদালতে তোলা হল না কীভাবে?
বাংলা ভাষাকে কোণঠাসা করার জন্য বিজেপির এই অপচেষ্টা, দাবি করে সামিরুল জানান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো মানুষ যে ভাষায় কথা বলতেন, সেই ভাষা বলার জন্য এত অপদস্ত হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant worker)। অথচ বাংলাতে বিভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করেন। তাঁদের সঙ্গে কখনও এমন আচরণ করা হয় না।
আরও পড়ুন: কলেজে গণধর্ষণ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন, সমস্যায় পড়ুয়ারা
এর পিছনে বিজেপির উদ্দেশ্য স্পষ্ট করে সামিরুলের দাবি, বাংলাকে বেআইনিভাবে এই শাস্তি দেওয়ার কারণ কী তারা এই রাজ্যে নির্বাচনে জয় লাভ করতে পারেনি বলে? যদি অনুপ্রবেশ হয়েই থাকে তবে তার জন্য দায়ী বিএসএফ। তার জন্য সাধারণ বাঙালিদের এভাবে আক্রমণের মুখে কেন ফেলা হচ্ছে।
The persecution of Bengali-speaking migrant workers continues unabated in BJP-ruled states.
Despite possessing valid documents, many poor workers from Bengal are being wrongly branded as Bangladeshis. They are being harassed in every possible way — including illegal detention and…— Samirul Islam (@SamirulAITC) June 30, 2025
–
–
–
–
–
–
–