ফের একবার বাধার মুখে অভিনেতা-পরিচালক অনির্বান ভট্টাচার্য (Anirban Bhattacharya)। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে মিউজিক ভিডিও-র শুটিং করতে এসে টেকনিশিয়ানদের অসহযোগিতায় শুটিং করতে না পারার অভিযোগ অভিনেতা-প্রযোজকের। বিনা কারণে অনুপস্থিত টেকনিশিয়ানরা (technicians)। ফলে সোমবার শুটিং না হলেও সমস্যা মিটে ফের শুটিংয়ের (shooting) পরিবেশ স্বাভাবিক হওয়ায় আশাবাদী পরিচালক অনির্বান।
সোমবার কালীঘাটের যোগেশ মাইম অ্যাকাডেমিতে নিজের ব্যান্ড হুলিগানিজম-এর (Hooligaanism) দ্বিতীয় মিউজিক ভিডিও (music video) শুট করার কথা ছিল অনির্বান ভট্টাচার্য ও তাঁর ব্যান্ডের সদস্যদের। ইতিমধ্যেই এই ব্যান্ডের প্রথম গান গোটা বাংলায় যথেষ্ট প্রভাব ফেলেছে। দিঘায় জগন্নাথের রথযাত্রার প্রচারেও ব্যবহার করা হয়েছে গানের প্যারোডি। কিন্তু দ্বিতীয় গানের শুটিং করতে গিয়েই আটকে গেলেন পরিচালক।
তিনি দাবি করেন, যে টেকনিশিয়ানদের (technicians) সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন শুটিংয়ের (shooting) জন্য তাঁরা কেউ তাঁকে প্রাথমিকভাবে ‘না’ বলেননি। শুটিংয়ের আগে কল টাইম দেওয়ার মেসেজ তাঁদের কাছে পৌঁছালেও তাঁরা উত্তর দেননি। শুটিংয়ে না আসার কথাও কেউ জানাননি। এর আগে জুন মাসের মাঝামাঝিও এই মিউজিক ভিডিও-র শুটিং টেকনিশিয়ানদের অসহযোগিতায় করতে পারেননি অনির্বান।
আরও পড়ুন: জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম
যদিও বাংলাতেই এই শুটিং হওয়ার আশাবাদী অভিনেতা-পরিচালক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে টলি পাড়ার সংগঠনগুলির মধ্যে যে আইনি লড়াই চলছে তার প্রভাব পড়ে থাকতে পারে এই অসহযোগিতায়। লড়াই ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্তও চলতে পারে। তার জন্য তিনি প্রস্তুত। কিন্তু বাংলা ছেড়ে অন্যত্র শুটিং করার কথা কখনই তিনি ভাবছেন না। যে বাংলার মানুষ তাঁকে ভালবাসা দিয়েছেন, সেখানেই তিনি শুটিং করতে আশাবাদী। যদিও কোনও নির্দিষ্ট ব্যক্তির বা সংগঠনের বিরুদ্ধে কোনও অভিযোগ তিনি করেননি।
–
–
–
–
–
–
–
–
–