প্রতারণা করে গর্ভপাতে চাপ! কার্তিক মহারাজের গ্রেফতারির দাবি তৃণমূলের

0
3

পদ্মশ্রী কার্তিক মহারাজের বিরুদ্ধে এক মহিলার সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং জোর করে গর্ভপাত (forceful abortion) করানোর অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগে কার্তিক মহারাজকে (Kartik Maharaj) গ্রেফতারির দাবি শাসকদল তৃণমূল কংগ্রেসের। বাংলায় নারীর প্রতি কোনও ধরনের অন্যায়ে বাংলার প্রশাসন যেভাবে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেয় তার উদাহরণ অসংখ্য। সেই ধারা অব্যাহত রেখে কার্তিক মহারাজেরও গ্রেফতারি (arrest) হওয়া প্রয়োজন, দাবি তৃণমূলের।

কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ অভিযোগকারিনী মহিলাকে মুর্শিদাবাদের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। অভিযোগ, আচমকাই মহারাজ এসে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। মহিলার আরও দাবি, ছয় থেকে সাত মাস ধরে সেই সম্পর্ক চলতে থাকে, যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে কার্তিক মহারাজ কাকুতি-মিনতি করে গর্ভপাত (forceful abortion) করান।

সেই অভিযোগ দায়ের হওয়ার পরে বিজেপির নেতাদের সঙ্গে পদ্মশ্রী কার্তিক মহারাজের (Padmasree Kartik Maharaj) যোগের প্রমাণ তুলে ধরা হয় তৃণমূলের তরফে। সেই সঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, কেন কার্তিক মহারাজ গ্রেফতার (arrest) হবেন না। কেন তদন্ত হবে না পুরো। কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপির অন্যান্য বড় নেতাদের ছবি প্রচারিত। তাঁকে আবার পদ্মশ্রীও দেওয়া হয়েছে।