অপেক্ষার অবসানে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev And Shubhashree Ganguly) অভিনীত ‘ধূমকেতু’ (Dhumketu)। দুই সুপারস্টারের ব্যক্তিগত জীবনে একে অন্যের ‘প্রাক্তন’ হয়ে যাওয়া সম্পর্কের প্রায় ১২ বছর পর সিনেমার জন্য একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত দেব-শুভশ্রী জুটির এখনও পর্যন্ত করা শেষ সিনেমার সোশ্যাল মিডিয়া প্রমোশনে আলাদা আলাদা ভাবে হলেও ‘আমাদের ছবি’ বলে ‘ধূমকেতু’র পরিচয় দিয়েছেন একসময় সুপারহিট অফস্ক্রিন- অনস্ক্রিন কাপল। তাতেই নস্টালজিক অনুরাগীরা।
কিছুদিন আগেই প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ১৪ আগস্ট ছবি মুক্তির কথা জানান। অভিনেতা দেব (Dev) বরাবরই বলে এসেছেন, যে তিনি সবসময় চান এরকম একটা ছবি দর্শকের কাছে পৌঁছে যাক। কিন্তু নানা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। অন্যদিকে ১২ বছর আগের শুভশ্রী আর এখনকার অভিনেত্রীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। রাজপত্নী নিজের অভিনয় সত্ত্বাকে পুরোপুরি বদলে ফেলেছেন। সংসার- ক্যারিয়ার সমান হাতে ব্যালেন্স করছেন। কিন্তু এখনও দর্শক দেব- শুভশ্রী জুটির সিনেমা দেখতে আগ্রহী। ‘খাদান’ অভিনেতার আশা, দর্শকের এই উন্মাদনার কারণেই ‘ধূমকেতু’র মতো সিনেমার মুক্তি আরও বেশি করে দরকার ছিল। দেব (Dev ) এবং শুভশ্রী দুজনে একই অন্যের সঙ্গে কথা বলেন না, দেখা সাক্ষাৎ প্রায় নেই বললেই চলে। তাই সোশ্যাল মিডিয়ায় “আমরা একসঙ্গে ফিরছি” কিংবা “আমাদের ছবি” এই কথাগুলোর মধ্যে একটা আলাদা আবেগ খুজে পাচ্ছেন ফ্যানেরা। সমাজমাধ্যমের পোস্টে একসঙ্গে সিনেমা নিয়ে বড় বার্তা দিলেও দুজনেই যে আলাদা আলাদা শ্যুট করেছেন সেটা বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই অন্তত একসঙ্গে দেখা তো যাচ্ছে – অনুরাগীরা তাতেই খুশি। তবে অনেকেই বলছেন সিনেমার প্রিমিয়ার শোতে কি ‘পরান যায় জ্বলিয়া রে’ জুটি সকলকে ‘ধূমকেতু’র মতো চমকে দিয়ে একসঙ্গে পাশাপাশি বসে ছবি দেখার ‘চ্যালেঞ্জ’ নেবেন? উত্তর মিলবে আগামী ১৪ আগস্ট।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–