সরকারের সক্রিয় ভূমিকায় ডেঙ্গি কমেছে ৪০ শতাংশ! বিধানসভায় জানালেন ফিরহাদ

0
2

রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধানসভায় এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি জানান, “২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কমেছে। আগের মতো আর মহামারির চেহারা নিচ্ছে না।”

মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬,৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। শহরাঞ্চলে সচেতনতা বাড়ায় ডেঙ্গির সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাঁর বক্তব্য, “কলকাতায় এখনও সেভাবে ডেঙ্গি দেখা যায়নি।”
জল জমা সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “শহরের ৯০ শতাংশ জায়গায় জল জমার কথা নয়, যদি ইরিগেশন ক্যানেল ঠিক থাকে। আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছি যাতে এই ক্যানেলগুলি কার্যকর থাকে।” ডেঙ্গি প্রতিরোধে সরকারের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন – ডায়মন্ডহারবার এফসির হাত ধরেই ফের কলকাতায় ব্রাইট এনোবাখারে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_