সাইবার প্রতারণার তদন্তে সাতসকালে শিলিগুড়িতে ইডি হানা!

0
2

মঙ্গলবার সকাল সকাল শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একযোগে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পুরনো একটি সাইবার প্রতারণা(Cyber fraud) মামলার তদন্তে শহরের অন্তত ছয়টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। এই ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি শহরে নতুন করে সাইবার জালিয়াতির চক্র সক্রিয় হওয়ায় ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সংস্থা। তবে ইডির (ED) তরফে এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনও সরকারি বিবৃতি মেলেনি। মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের তরফে অভিযান চালানো হয় ৫, ৮, ৯ ও ৩৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায়। স্থানীয় সূত্র জানা গেছে, খালপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের এম.আর. রোডের একটি অ্যাপার্টমেন্ট,পাঁচ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া, ৯ নম্বর ওয়ার্ডের খালপাড়ার যমুনা বাজার রোড ও এস.পি. মুখার্জি রোডে এক উকিলের বাসভবনে তল্লাশি চালায় ইডি। ওই উকিলের আরেকটি বাড়ি ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকাতেও অভিযান চলে। সকালে হঠাৎ শহরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী দেখে অবাক হয়ে যান সাধারণ মানুষ। পরে জানা যায়, পুরনো একটি সাইবার প্রতারণা মামলার তদন্তে এটি ইডির পরিকল্পিত অভিযান।