বর্ষার বৃষ্টি যেন থমকে রয়েছে বাংলায়। সপ্তাহের শুরুতে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এই সপ্তাহে বর্ষা প্রবেশের আগে ফের একবার দুর্যোগের পূর্বাভাস (forecast)। দক্ষিণবঙ্গের চার জেলায়, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সোমবার। তাপমাত্রা কমারও বার্তা রয়েছে।
সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রাক বর্ষায় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আরও অপেক্ষা বর্ষার (monsoon) জন্য। তার আগে সোমবার থেকে দুর্যোগের জেরে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি পূর্বাভাস।
দুর্যোগের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও মালদহ, দক্ষিণ দিনাজপুরেও। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। সেই সঙ্গে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার থেকে এই দুর্যোগের জেরে বৃষ্টিপাত বাড়বে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এদিন পর্যাপ্ত বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে মঙ্গলবার থেকে জারি নিষেধাজ্ঞা।
তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এই দুর্যোগ কেটে গেলে বঙ্গে বর্ষার (monsoon) প্রবেশ হবে। আগামী তিন দিনে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।
–
–
–
–
–
–
–
–
–
–