শুভমন গিলের উদ্দেশ্যে সৌরভের পরামর্শ

0
2

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত(Team India)। সেখানেই ভারতীয় টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হবে শুভমন গিলের(Shubman Gill)। এই মুহূর্তে তাঁকে ঘিরে যে সকলের প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বিশেষ করে ইংল্যান্ডে সাফল্য পেতে গেলে কী করতে হবে তাই বললেন সৌরভ।

অধিনায়ক হওয়ার পরই ইংল্যান্ডের মুখোমুখি শুভমন গিল। চ্যালেঞ্জটা যে অনেক গুনে বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় ক্রিকেট মহল। সেই পরিস্থিতিতে শুভমন গিল সামাল দিতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

এই পরিস্থিতিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) শুভমন গিলের(Shubman Gill) উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের মাটিতে শুভমন গিলকে সাফল্য পেতে হলে সিম এবং সুইং দুটোই অত্যন্ত সাবধানতার সঙ্গে সামাল দিতে হবে। ২ উইকেটে ১০০ রান, এই পরিস্থিতিতে ব্যাটিং করতে নামা এবং ২০ রানের বিনিময়ে ৪ উইকেট খুইয়ে ব্যাটিং করতে নামা, দুটো পরিস্থিতি কিন্তু সবসময়ই আলাদা। তাই ডিফেন্স যেমন মজবুত করতে হবে, তেমনই অফ স্টাম্পের বল কেমনভাবে ছাড়তে হবে সেটাও বুঝতে হবে।

শুভমন গিল ইন্ট্রা স্কোয়াডে অর্ধশতরান পেয়েছেন। আর সেটা যে খানিকটা হলেও ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানেই গিল সাফল্য পান কিনা সেটাই দেখার।