ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল

0
2

আহমেদাবাদে(Ahmedabad) ভয়াবহ বিমান দুর্ঘটনা(Plane Crash)। টেক অফ করার পরই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া(Air India) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ভয়ঙ্কর দুর্ঘটনায় মুহূর্তের মধ্যে আকাশ ঢেকেছিল কালো ধোঁয়ায়। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী ২৪২ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। এমন মর্মান্তিক ঘটনাতেই শোকাহত গোটা দেশ। রাজনৈতিক মহল থেকে ক্রীড়ামহল। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সকলে। এমন হৃদয় বিদারক ঘটনায় সোশ্যাল মিডিয়াতে শোক জ্ঞাপন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), বিরাট কোহলি থেকে থেকে প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা। শোক প্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব(Eastbengal) সহ ভারতীয় ফুটবল ফেডারেশও। এমন ঘটনায় শোকস্তপ্ত তারাও।

ভারতবর্ষের মাটিতে এর আগে এত বড় বিমান দুর্ঘটনা কখনও ঘটেছে কিনা তা অনেকের স্মৃতিতেই নেই। গুজরাটের এই ঘটনায় শোকস্তব্ধ সমগ্র দেশ। বৃহস্পতিবার দুপুরবেলায় এয়ার ইন্ডিয়ার বিমানটি ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই সব শেষ। মেঘানী নগরে ভেঙে পড়ে আহমেদাবাদ-লন্ডন বিমান।

এমন ঘটনার খবর দেখার পরই শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়া মহলও। সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) লিখেছেন, “আহমেদাবাদের মর্মান্তিক বিমাবন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং প্রিয়জনদের জন্য আমার আন্তরিক প্রার্থণা। এই চরম দুঃখের সময় তারা যেন শান্তি পায়”। সৌরভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেই শোকজ্ঞাপন করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।

এই মুহূর্তে গুজরাটেই রয়েছেন হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। তাঁর রাজ্যে এমন ঘটনা দেখে হতবাক তিনিও। শোক প্রকাশ করেছে হার্দিক পান্ডিয়া লিখেছেন, “আহমেদাবাদের এই বিমান দুর্ঘটনা হৃদয় বিদারক একটি ঘটনা। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থণা করি এবং এই মুহূর্তে তারা যেন শক্তি পায়”।

হার্দিক সৌরভের পাশাপাশি যুবরাজ সিং, শিখর ধওয়ান সহ অন্যান্যরাও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন।

টেক অফের সময় বিমান ভেঙে পড়ার পরই বিরাট আওয়াজ এবং সেই সঙ্গে বিরাট আগুনের গোলা দেখতে পায় সকলে। এরপরই আকাশ ছেয়ে যায় কালো ধোঁয়াতে। এরপরই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়। সেখানে ভারতীয়দের পাশাপাশি ব্রিটিশ, পর্তুগালের নাগরিকরাও যাত্রী হিসাবে ছিলেন। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে সকলেই হয়ত প্রাণ হারিয়েছেন।

কেন এমন ঘটনা হয়েছে, এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। কিন্তু এই বিমাব দুর্ঘটনায় ভারতের আকাশে এদিন শোকের ছায়া।